Balika

তোকে কোন নামে ডাকি?
বালিকা, তোকে কোন নামে ডাকি?
তোকে কোন নামে ডাকি?
বালিকা, তোকে কোন নামে ডাকি?

রাস্তা, রোদে জানলা গুনি
আখের রসের শব্দ শুনি
Magazine-এর মলাট-মুখে
আঙুল বোলাই

Police, traffic পেরিয়ে যেতেই
তোর চোখের ওই পাগলামিতেই
পড়ছি ধরা নিয়ম করে
কোথায় পালাই?

কখনো কার্নিশে মেঘের পাশে
কখনো মুখচোরা college ঘাসে

বালিকা, তোকে কোন নামে ডাকি?
বালিকা, তোকে কোন নামে ডাকি?
তোকে কোন নামে ডাকি?
বালিকা, তোকে কোন নামে ডাকি?

হাত পেতে যেই চাইতে যাবি
আমার হাতের মুঠোয় চাবি
বাসলে ভালো চাইবি কেন?
এমনি পাবি

লেঙ্গি তো ভাই খেতেই পারি
তাই বলে কি থামতে পারি?
ঘ্যানরঘ্যানর, প্যানরপ্যানর
কেলেংকারী

কখনো কার্নিশে মেঘের পাশে
কখনো মুখচোরা college ঘাসে

বালিকা, তোকে কোন নামে ডাকি?
বালিকা, তোকে কোন নামে ডাকি?
তোকে কোন নামে ডাকি?
বালিকা, তোকে কোন নামে ডাকি?

তোকে কোন নামে ডাকি?
বালিকা, তোকে কোন নামে ডাকি?
তোকে কোন নামে ডাকি?
বালিকা, তোকে কোন নামে ডাকি?



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link