Kemon Borje Chaicho

তোমার গল্প বলতে গিয়ে তোমায় অল্প মাপছি
তোমার যুদ্ধ লড়তে গিয়ে যুদ্ধক্ষেত্র আঁকছি
তোমার বন্ধ দরজা আর তোমার বন্ধ জানলা
তুমি কেন এত গম্ভীর, কার সঙ্গে দিচ্ছো পাল্লা

তোমার কিসের এত বক্তব্যের ঠেলায়
ঝামেলায় জড়িয়ে পেঁচিয়ে তোমার এই অবস্থা

কেমন বর যে চাইছো? কেমন বর যে চাইছো?
কেমন বর যে চাইছো বলো
কেমন বর যে চাইছো? কেমন বর যে চাইছো?
কেমন বর যে চাইছো বলো

এ-গলি ও-গলি ঘুড়ছো এ ব্যাটা কেমনে জানতে
এ ব্যাটা এমন নারকোল, খুব শক্ত লাগছে ভাঙতে
চাইছো দুটোকে রাখতে, চাইছো গলাতে মালা
দুটোই আজব চিড়িয়া, ফেলে রেখে সব পালা
সব পালা, সব পালা

তোমার কিসের এত বক্তব্যের ঠেলায়
ঝামেলায় জড়িয়ে পেঁচিয়ে তোমার এই অবস্থা

কেমন বর যে চাইছো? কেমন বর যে চাইছো?
কেমন বর যে চাইছো বলো
কেমন বর যে চাইছো? কেমন বর যে চাইছো?
কেমন বর যে চাইছো বলো

তাকে যে ভাবছো perfect, তাকে যে ভাবছো ফেলনা
আকাশে হাত-পা ছুঁড়ছো, চাইছো নতুন খেলনা
সমস্যাটাই অদ্ভুত, তাই solution-টা বিটকেল
এমন গল্প ফাঁদছো, সবাই যাচ্ছে ছিটকে
যায় ছিটকে, যায় ছিটকে

তোমার গল্প বলতে গিয়ে তোমায় অল্প মাপছি
তোমার যুদ্ধ লড়তে গিয়ে যুদ্ধক্ষেত্র আঁকছি
তোমার বন্ধ দরজা আর তোমার বন্ধ জানলা
তুমি কেন এত গম্ভীর, কার সঙ্গে দিচ্ছো পাল্লা

তোমার কিসের এত বক্তব্যের ঠেলায়
ঝামেলায় জড়িয়ে পেঁচিয়ে তোমার এই অবস্থা

কেমন বর যে চাইছো? কেমন বর যে চাইছো?
কেমন বর যে চাইছো বলো
কেমন বর যে চাইছো? কেমন বর যে চাইছো?
কেমন বর যে চাইছো বলো



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link