Aaj Amaye

আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়
আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
দুজনের একা হওয়া
আমাদের দেখা হওয়া
যেন লিখে রাখা ছিল তাই
দুটো পাখি একই ডালে
হাওয়াদের তালে তালে
পাশাপাশি উড়ে চলে যাই
ও... কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোর নাম, তোর ছবি
এঁকেছি গোপনে
আজ কেমন শূন্য তোকে ছাড়া
ইচ্ছেরা দিছে সে ইশারা
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
আমি তোর ছায়া হব
কিছুটা বেহায়া হব
চেয়ে নেব চেনা আবদার
ঘুমের ভিতরে তোকে
ঘোরাবো নরম রোদে
ঢেকে দেব মেঘেতে আবার
কত হাসি, কত কথা
বাড়ে মনে মনে
তোর নাম, তোর ছবি
এঁকেছি গোপনে
আজ আমায় স্বপ্ন দেখাবি আয়
এক নতুন গল্প শোনাবি আয়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়
তুই মিশে যা আমার কল্পনায়
তুই মিলে যা আমার গল্পটায়



Credits
Writer(s): Prasen, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link