Porda

পর্দা পড়ে গেল, গান হল শেষ
রয়েগেল তার হাসি, স্মৃতিটাই বেশ
স্টেজের আলো নিভে গেল
রইল সেই রেশ
বলতে পারিনি তাকে, সে নিরুদ্দেশ

গিটার কাধে নিয়ে হল থেকে বের হলাম
এদিক ওদিক খুজে, জানি তাকেও হারালাম
আকাশের দিকে তাকিয়ে, সেই তারাদের বললাম
কি যে করিস তোরা আবার প্রেমে পড়লাম

গায়ক আমি, শিল্পীর বেশে নানা দেশে যাই
কত নদীর মাঝ স্রোতে, আমি ভাটিয়ালি গাই
ঝুমুর-টুসু-হাওয়াইয়া বাউল পাহাড়িয়া গান
এক মুহূর্তের প্রেমে আজো জুড়ায় আমার প্রান

সেই মেয়েটি কি আমায় মনে রেখেছে?
নাকি অন্যের গান শুনে তাকেও flying kiss দিয়েছে
ঘটি গরম ঠান্ডা পেটিস, লাল চা টাও পাই
তাও স্টেজে গান গাইতে গেলে সেই হাসিটা চাই

বয়স আমার ষাট পেরোলেও, রইব সেই পঁচিশ
ডেঞ্চারটা পরতে হয় নি কি ভাগ্যিস
রাত ৮টার থেকে রাত ১০টা Facebook page on
শিল্পীর মন অন্য রকম, প্রেমের দেশের ডন

গায়ক আমি, শিল্পীর বেশে নানা দেশে যাই
কত নদীর মাঝ স্রোতে, আমি ভাটিয়ালি গাই
ঝুমুর-টুসু-হাওয়াইয়া বাউল পাহাড়িয়া গান
এক মুহূর্তের প্রেমে আজো জুড়ায় আমার প্রান

পর্দা পড়ে গেল, গান হল শেষ
রয়েগেল তার হাসি, স্মৃতিটাই বেশ
স্টেজের আলো নিভে গেল
রইল সেই রেশ
বলতে পারিনি তাকে, সে নিরুদ্দেশ
সে নিরুদ্দেশ
সে নিরুদ্দেশ
সে নিরুদ্দেশ...



Credits
Writer(s): Soumitra Ray
Lyrics powered by www.musixmatch.com

Link