Baro Mase Tero Phool

বারো মাসে তেরো ফুল ফোটে
বারো মাসে তেরো ফুল ফোটে
বছরে ফোটে ঘোলা, সই না যাইও যমুনার জলে
বছরে ফোটে ঘোলা, সই না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
ও তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে

যে ঘাটে ভরিবো আরো জল
যে ঘাটে ভরিবো আরো জল
আরে সেই ঘাটে কানাইয়া, সই না যাইও যমুনার জলে
আরে সেই ঘাটে কানাইয়া, সই না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
ও তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে

নন্দের ব্যাটা চিকন আরো কালা
নন্দের ব্যাটা চিকন আরো কালা
কালা দিলে বিষম জ্বালা, সই না যাইও যমুনার জলে
কালা দিলে বিষম জ্বালা, সই না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে

কদম গাছে হেলানিরে দিয়া
কদম গাছে হেলানিরে দিয়া
কালা বাজায় মোহন বাঁশি, সই না যাইও যমুনার জলে
কালা বাজায় মোহন বাঁশি, সই না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে

বারো মাসে তেরো ফুল ফোটে
বারো মাসে তেরো ফুল ফোটে
বছরে ফোটে ঘোলা, সই না যাইও যমুনার জলে
বছরে ফোটে ঘোলা, সই না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে

ও তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link