Eki A Sundor Shobha

একি এ সুন্দর শোভা
একি এ সুন্দর শোভা
কি মুখ হেরিয়ে এ
কি মুখ হেরিয়ে এ
আজি মোর ঘরে আইল হৃদয়নাথ
প্রেম-উৎস উথলিল আজি
একি এ সুন্দর শোভা
একি এ সুন্দর

বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী
কি ধন তোমারে দিব উপহার
বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী
কি ধন তোমারে দিব উপহার
হৃদয় প্রাণ লহো লহো তুমি, কি বলিব
যাহা-কিছু আছে মম সকলই লহ হে নাথ

একি এ সুন্দর শোভা
একি এ সুন্দর শোভা
কি মুখ হেরিয়ে এ
কি মুখ হেরিয়ে এ
আজি মোর ঘরে আইল হৃদয়নাথ
প্রেম-উৎস উথলিল আজি
একি এ সুন্দর শোভা
একি এ সুন্দর শোভা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link