Ei Achi Besh

এই আছি বেশ
শুরুতেই হোক শেষ ।
এই আছি বেশ
শুরুতেই হোক শেষ।

ব্যথাতে আছে সুখ -
যদিওতো ভাঙ্গে বুক।।
এই আছি বেশ
শুরুতেই হোক শেষ।

দুটি মন কিছু গান-
কিছু পাওয়া কিছু দান।
দুটি মন কিছু গান-

কিছু পাওয়া কিছু দান।
গুন গুন সুরে সুরে-
দূর থেকে আরো দূরে॥
ব্যথাতে আছে সুখ -

যদিওতো ভাঙ্গে বুক।।
এই আছি বেশ
শুরুতেই হোক শেষ।

ভিজে যাওয়া বৃষ্টিতে -
কি যে যাদু দৃষ্টিতে।
ভিজে যাওয়া বৃষ্টিতে -
কি যে যাদু দৃষ্টিতে।
পায়ে পায়ে শুধু চলা -
পায়ে পায়ে শুধু চলা -
না ভেবে কিছু বলা॥
ভিজে যাওয়া বৃষ্টিতে -
কি যে যাদু দৃষ্টিতে।

এ ব্যথার নেই ভাষা -
যাওয়া আছে নেই আসা।
সব এ ব্যথার নেই ভাষা -
যাওয়া আছে নেই আসা।
সব যায় স্মৃতি থাকে -
রঙ্গে রঙ্গে ছবি আঁকে॥

ব্যথাতে আছে সুখ -
যদিওতো ভাঙ্গে বুক ।।
এই আছি বেশ
শুরুতেই হোক শেষ ॥
ব্যথাতে আছে সুখ -
যদিওতো ভাঙ্গে বুক ।।
এই আছি বেশ
শুরুতেই হোক শেষ ॥



Credits
Writer(s): Sohel Aziz, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link