Pagol Pagol Manush Gula

পাগল-পাগল মানুষগুলা
পাগল সারা দুনিয়া
কেহ পাগল রূপ দেখিয়া
কেহ পাগল শুনিয়া

পাগল-পাগল মানুষগুলা
পাগল সারা দুনিয়া
কেহ পাগল রূপ দেখিয়া
কেহ পাগল শুনিয়া

আসমানেতে চাঁন উইঠাছে
যেন সোনার বাসন লো
তোমার লাগি মনে আমার
পাতা আছে আসন লো

আসবা তুমি, বসবা তুমি
মোহর দিবা গুনিয়া
মিষ্ট হাসির মূল্য দিবা
সোনার মোহর গুনিয়া

হায় রে পাগল দুই দিনের এই
রূপের বয়ান শুনিয়া

পাগল-পাগল মানুষগুলা
পাগল সারা দুনিয়া
কেহ পাগল রূপ দেখিয়া
কেহ পাগল শুনিয়া

ফুল বাগানে ফুল ধইরাছে
মানুষ পাগল করিতে
এই পাগল তো হয় না ভালো
কবিরাজের বড়িতে

আমার কাছে ওষুধ আছে
রাখছি শিকড় বুনিয়া
পিরিতের ফুল বাগানে
রাখছি শিকড় বুনিয়া

হায় রে পাগল দুই দিনের এই
রূপের বয়ান শুনিয়া

পাগল-পাগল মানুষগুলা
পাগল সারা দুনিয়া
কেহ পাগল রূপ দেখিয়া
কেহ পাগল শুনিয়া

পাগল-পাগল মানুষগুলা
পাগল সারা দুনিয়া
কেহ পাগল রূপ দেখিয়া
কেহ পাগল শুনিয়া



Credits
Writer(s): Manirujjaman Manir, Alam Khan
Lyrics powered by www.musixmatch.com

Link