Ak Fota Megh

এক ফোঁটা মেঘ নেই আকাশে
নেই ঝড়ের কোন পূর্বাভাস
তবুও ঝড় হচ্ছে
যাচ্ছে ভেঙে আমার স্বপ্ন অভিলাষ

এক ফোঁটা মেঘ নেই আকাশে
নেই ঝড়ের কোন পূর্বাভাস
তবুও ঝড় হচ্ছে
যাচ্ছে ভেঙে আমার স্বপ্ন অভিলাষ

তুমি যাচ্ছো চলে বহুদূরে
কোন অচেনা নতুন হাত ধরে
আমি দেখেছি নিজের চোখে নিজের সর্বনাশ
আমি দেখেছি নিজের চোখে নিজের সর্বনাশ

এভাবেই সব কিছু মেনে নিলে তুমি
একবারও ভাবলেনা আমার কথা
সানাইয়ের সুরে সুরে
আমাকে পর করে
উপহার দিয়ে গেলে এতটা ব্যথা

এভাবেই সব কিছু মেনে নিলে তুমি
একবারও ভাবলেনা আমার কথা
সানাইয়ের সুরে সুরে
আমাকে পর করে
উপহার দিয়ে গেলে এতটা ব্যথা

তুমি যাচ্ছো চলে বহুদূরে
কোন অচেনা নতুন হাত ধরে
আমি দেখেছি নিজের চোখে নিজের সর্বনাশ
আমি দেখেছি নিজের চোখে নিজের সর্বনাশ

এভাবেই আজ থেকে একা হয়ে যাবো
সব কিছু হয়ে যাবে শুধুই স্মৃতি
বেদনার বালুচরে থাকবো একা পরে
ভালোবাসা হয়ে গেল সহজেই ইতি

এভাবেই আজ থেকে একা হয়ে যাবো
সব কিছু হয়ে যাবে শুধুই স্মৃতি
বেদনার বালুচরে থাকবো একা পরে
ভালোবাসা হয়ে গেল সহজেই ইতি

তুমি যাচ্ছো চলে বহুদুরে
কোন অচেনা নতুন হাত ধরে
আমি দেখেছি নিজের চোখে নিজের সর্বনাশ
আমি দেখেছি নিজের চোখে নিজের সর্বনাশ

এক ফোঁটা মেঘ নেই আকাশে
নেই ঝড়ের কোন পূর্বাভাস
তবুও ঝড় হচ্ছে
যাচ্ছে ভেঙে আমার স্বপ্ন অভিলাষ

এক ফোঁটা মেঘ নেই আকাশে
নেই ঝড়ের কোন পূর্বাভাস
তবুও ঝড় হচ্ছে
যাচ্ছে ভেঙে আমার স্বপ্ন অভিলাষ

তুমি যাচ্ছো চলে বহুদুরে
কোন অচেনা নতুন হাত ধরে
আমি দেখেছি নিজের চোখে নিজের সর্বনাশ
আমি দেখেছি নিজের চোখে নিজের সর্বনাশ
আমি দেখেছি নিজের চোখে নিজের সর্বনাশ



Credits
Writer(s): Pradip Kumar Saha
Lyrics powered by www.musixmatch.com

Link