Valobasha Mane Dukkho

ভালোবাসা মানেই তো দুঃখ
তবুও মানুষ ভালবাসতে চায়
ভালোবাসা মানেই তো আগুন
তবুও মানুষ পুড়ে মরতে চায়
পৃথিবীতে আমি তার জ্বলন্ত প্রমাণ
এই পৃথিবীতে আমি তার জলন্ত প্রমাণ

মৃত্যুই এখন একমাত্র সমাধান
আমার মৃত্যুই এখন একমাত্র সমাধান

বিশ্বাসের ঘরেতে যেদিন ফাটল ধরেছে
অভিমানি মনটা আমার সেদিন মরেছে
ও, বিশ্বাসের ঘরেতে যেদিন ফাটল ধরেছে
অভিমানি মনটা আমার সেদিন মরেছে
এক জীবনে সইবো কত লাঞ্ছনা আর অপমান
এক জীবনে সইবো কত লাঞ্ছনা আর অপমান

মৃত্যুই এখন একমাত্র সমাধান
আমার মৃত্যুই এখন একমাত্র সমাধান

বুঝিনি এত যে নিষ্ঠুর নিয়তির খেলা
সাগরের ঢেউ গুনে কেটেছে বেলা
ও, বুঝিনি এত যে নিষ্ঠুর নিয়তির খেলা
সাগরের ঢেউ গুনে কেটেছে বেলা
আমার কাছে হয়ে গেছে দিন-রাত্রি এক সমান
আমার কাছে হয়ে গেছে দিন-রাত্রি এক সমান

মৃত্যুই এখন একমাত্র সমাধান
আমার মৃত্যুই এখন একমাত্র সমাধান

ভালোবাসা মানে তো দুঃখ
তবুও মানুষ ভালোবাসতে চায়
ভালোবাসা মানে তো আগুন
তবুও মানুষ পুড়ে মরতে চায়
পৃথিবীতে আমি তার জ্বলন্ত প্রমাণ
এই পৃথিবীতে আমি তার জলন্ত প্রমাণ

মৃত্যুই এখন একমাত্র সমাধান
আমার মৃত্যুই এখন একমাত্র সমাধান
মৃত্যুই এখন একমাত্র সমাধান
আমার মৃত্যুই এখন একমাত্র সমাধান



Credits
Writer(s): Pradip Kumar Saha
Lyrics powered by www.musixmatch.com

Link