Uttore Matha Dokhkhine Pao

উত্তরে মাথা, দক্ষিণে পাও
একলা রেখে কোথায় যাও?
উত্তরে মাথা, দক্ষিণে পাও
একলা রেখে কোথায় যাও?

এত যে ডাকি
সে ডাক তোমরা বলো কি শুনতে পাও?

উত্তরে মাথা, দক্ষিণে পাও
একলা রেখে কোথায় যাও?

এত যে ডাকি
সে ডাক তোমরা বলো কি শুনতে পাও?

উত্তরে মাথা, দক্ষিণে পাও
একলা রেখে কোথায় যাও?

যতন করিয়া গোসল করাইলা
তিন টুকরা কাপড় পরাইলা
শ্বেতবসনে আতর ছড়াইলা
সুবাস ছড়ানো লোবান ধরাইলা

সাজাইয়া গুজাইয়া
কেন যে আমায় চিরবিদায় দাও!

উত্তরে মাথা, দক্ষিণে পাও
একলা রেখে কোথায় যাও?

এত যে ডাকি
সে ডাক তোমরা বলো কি শুনতে পাও?

উত্তরে মাথা, দক্ষিণে পাও
একলা রেখে কোথায় যাও?

খবর শুনিয়া দেখিতে আসিলা
মুখ দেখিয়া জলেতে ভাসিলা
বুক ফাটাইয়া জননী কাঁদিলা
সকল বান্ধন ছিন্ন করিলা

একলা একলা কত যে কাঁদি
বলো কি শুনতে পাও?

উত্তরে মাথা, দক্ষিণে পাও
একলা রেখে কোথায় যাও?
উত্তরে মাথা, দক্ষিণে পাও
একলা রেখে কোথায় যাও?

এত যে ডাকি
সে ডাক তোমরা বলো কি শুনতে পাও?

উত্তরে মাথা, দক্ষিণে পাও
একলা রেখে কোথায় যাও?
উত্তরে মাথা, দক্ষিণে পাও
একলা রেখে কোথায় যাও?



Credits
Writer(s): Monir Khan
Lyrics powered by www.musixmatch.com

Link