Chena Lage

সূদুরের চেনা পথ ডেকে যায় আধারে,
একাকী নিভৃতে থেমে যায় নিরবে,
শুধু তোমার আশায়,এ জীবন এক ধারায়,
একাকী একা পথে ঠিকানা কি জানি না,
অজানা মেঘ ভাসে তোমার স্মৃতি।

ফিরে,ফিরে নামে আমায় ঘিরে গভীর রাতে স্তব্দতায়,
ফিরে,ফিরে দেখি পেছনেরেই অবহেলা হারানো দিন,
কতো পথ ছোটাছুটি আবেগে মাখামাখি,
একাকী একা পথে ঠিকানা কি জানি না,
অজানা মেঘ ভাসে তোমার স্মৃতি।

ভেসে,ভেসে আসে পরিচিতার চেনা সুবাস অবেলায়,
খুঁজে,খুঁজে ফিরি দিনের আলো রাতের মাঝে অযথা,
কতো পথ ছোটাছুটি আবেগে মাখামাখি,
সূদুরের চেনা পথ ডেকে যায় আধারে,
একাকী নিভৃতে থেমে যায় নিরবে,
শুধু তোমার আশায়,এ বিরহ এক অজানায়,
একাকী একা পথে ঠিকানা কি জানি না,
অজানা মেঘ ভাসে তোমার স্মৃতি।
একাকী একা পথে ঠিকানা কি জানি না,
অজানা মেঘ ভাসে তোমার স্মৃতি।



Credits
Writer(s): Tonmoy
Lyrics powered by www.musixmatch.com

Link