Maya Lagaiche

বন্ধে মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।

বসে ভাবি নিরালা
আগে তো জানিনা বন্ধের পিড়িতের জ্বালা।।
যেন ইটের ভাটায় দিয়া কয়লা - আগুন জ্বালাইছে।।
দেওয়ানা বানাইছে।
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।

কী বলিব আর?
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার।।
প্রাণ বন্ধের পিড়িতে আমার - কুল-মান গেছে।।
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।

বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়।।
কুল-নাশা পিড়িতের নেশায় - কুল-মান গেছে।।
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link