Setai Bhishon Bhaabar

সেটাই ভীষণ ভাবার রে মন কখন যে কী চাচ্ছে
হাসলে চোখের জলও এখন পষ্ট দেখা যাচ্ছে
সেটাই ভীষণ ভাবার রে মন কখন যে কী চাচ্ছে
হাসলে চোখের জলও এখন পষ্ট দেখা যাচ্ছে
সেটাই ভীষণ ভাবার রে মন
INSTRUMENTAL

এই যে কথার তুবড়ি ছোটাও দশদিকে দশ মুখে
কেউ কি জানে শূন্যতাটাও পুষছ নিজের বুকে
এই যে কথার তুবড়ি ছোটাও দশদিকে দশ মুখে
কেউ কি জানে শূন্যতাটাও পুষছ নিজের বুকে
যোগ-বিয়োগের অঙ্কে হে মন
যোগ-বিয়োগের অঙ্কে হে মন
ভাগ বলে কি থাকছে
হাসলে চোখের জলও এখন পষ্ট দেখা যাচ্ছে
সেটাই ভীষণ ভাবার রে মন
INSTRUMENTAL

ওহে জীবন গোছাও এখন, গুছিয়ে আমি রাখি
গল্প ফুরোয় নটেও মুরোয় গোছানো রয় বাকি
ওহে জীবন গোছাও এখন, গুছিয়ে আমি রাখি
গল্প ফুরোয় নটেও মুরোয় গোছানো রয় বাকি
ওহে জীবন গোছাও এখন, গুছিয়ে আমি রাখি
গল্প ফুরোয় নটেও মুরোয় গোছানো রয় বাকি

সারাজীবন কান্না চেপে
সারাজীবন কান্না চেপে
কে বল কি পাচ্ছে
হাসলে চোখের জলও এখন পষ্ট দেখা যাচ্ছে
সেটাই ভীষণ ভাবার রে মন কখন যে কী চাচ্ছে
হাসলে চোখের জলও এখন পষ্ট দেখা যাচ্ছে
সেটাই ভীষণ ভাবার রে মন কখন যে কী চাচ্ছে
হাসলে চোখের জলও এখন পষ্ট দেখা যাচ্ছে
সেটাই ভীষণ ভাবার রে মন



Credits
Writer(s): Saikat Kundu, Dipanjan Saha
Lyrics powered by www.musixmatch.com

Link