Laal Matir Sarane

লাল মাটির সরানে
মন আমার রইলো পড়ে জামবনে আর নদীর পাশে নীল আকাশে
সেখানে ধুলোয় মাখা রইলো পড়ে তোর চিঠি
বীরভূমের বিটি লো
বলনা কি সাধ মিটিলো
বীরভূমের বিটি লো
বলনা কি সাধ মিটিলো
না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না

ঝড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে?
ঝড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে?
আমার আর রাখাল সাজা হলোনা
লাল মাটির সরানে

লাল মাটির সরানে
পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো
ফিরে যেতে চাই বারেবারে ডাকছে আমার ইচ্ছেগুলো
লাল মাটির সরানে
পায়ে পায়ে ফেলে এসেছিরে আমি পথের ধুলো
ফিরে যেতে চাই বারেবারে ডাকছে আমার ইচ্ছেগুলো
গেঁয়ো নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর
গেঁয়ো নদী ডাকছে
গেঁয়ো নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর
আমার আর রাখাল সাজা হলোনা
লাল মাটির সরানে

জামবনে দোলনাখানা ঝুলছে ফাঁকা
কষা জাম, বেগুনী জিভ, নুনের মোড়ক

জামবনে দোলনাখানা ঝুলছে ফাঁকা
কষা জাম, বেগুনী জিভ, নুনের মোড়ক
কিশোরীর গেঁয়ো দু'চোখ হিংসে মাখা
তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি
আম-আটির ভেঁপু বাজায় এখনো কোন দস্যি ছেলে?
আম-আটির ভেঁপু
আম-আটির ভেঁপু বাজায় এখনো কোন দস্যি ছেলে?
গোধূলীর গন্ধে আমায় ডাকিসনে লো
আমার আর রাখাল সাজা হবেনা
লাল মাটির সরানে

লাল মাটির সরানে
মন আমার রইলো পড়ে জামবনে আর নদীর পাশে নীল আকাশে
সেখানে ধুলোয় মাখা রইলো পড়ে তোর চিঠি



Credits
Writer(s): Silajit Majumder
Lyrics powered by www.musixmatch.com

Link