Tumi To Sei Jabei

তুমি তো সেই যাবেই চ'লে, কিছু তো না রবে বাকি
তুমি তো সেই যাবেই চ'লে
আমায় ব্যথা দিয়ে গেলে, জেগে রবে সেই কথা কি
সেই... যাবেই চ'লে
তুমি তো সেই যাবেই চ'লে

তুমি পথিক আপন-মন, এলে আমার কুসুমবনে
চরণপাতে যা দাও দ'লে সে-সব আমি দেব ঢাকি
সেই... যাবেই চ'লে
তুমি তো সেই যাবেই চ'লে

বেলা যাবে আঁধার হবে, একা বসে হৃদয় ভ'রে
আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক'রে
বিদায়-বাঁশির করুণ রবে, সাঁঝের গগন মগন হবে
চোখের জলে দুখের শোভা নবীন ক'রে দেব রাখি
তো সেই... যাবেই চ'লে
তুমি তো সেই যাবেই চলে, কিছু তো না রবে বাকি
তুমি তো সেই যাবেই চ'লে
আমায় ব্যথা দিয়ে গেলে, জেগে রবে সেই কথা কি
সেই... যাবেই চ'লে
তুমি তো সেই যাবেই চ'লে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link