Chhotto Chhutir Din

আমার এই ছোট্ট ছুটির দিন
হঠাৎ করে পাওয়া ছুটির দিন
আমার এই ছোট্ট ছুটির দিন
হঠাৎ করে পাওয়া ছুটির দিন
নিজের সাথে একলা হওয়া দিন

আমি তাই দু'হাত বাড়াই ওই দূরে তেপান্তরে
ওই দূরে তেপান্তরে, দিগন্তের সবুজ বন্দরে
যেখানে মাটি আকাশ ছুঁয়ে যায়

আকাশে রোদের সামিয়ানা
কার ইশারায় হারাই ঠিকানা
বাতাসে মেঘের ভেলা ভাসে
সোনা ঝরে ঘাসে ঘাসে

জাফরানি রঙে কে না দেখা ছবি এঁকে
আসমানী মনেতে হাতছানি দেবে কে
গেল কে

আমি তাই দু'হাত বাড়াই ওই দূরে তেপান্তরে
ওই দূরে তেপান্তরে, দিগন্তের সবুজ বন্দরে
যেখানে মাটি আকাশ ছুঁয়ে যায়

ছড়ানো জীবন পথে পথে
কত সবুজ কুড়োই দু'হাতে
আকাশ কুসুম ইচ্ছেডানা
এখানেই আমার ঠিকানা

জাফরানি রঙে কে না দেখা ছবি এঁকে
আসমানী মনেতে হাতছানি দেবে কে
গেল কে

আমি তাই দু'হাত বাড়ায় ওই দূরে তেপান্তরে
ওই দূরে তেপান্তরে, দিগন্তের সবুজ বন্দরে
যেখানে মাটি আকাশ ছুঁয়ে যায়

আমার এই ছোট্ট ছুটির দিন
হঠাৎ করে পাওয়া ছুটির দিন
আমার এই ছোট্ট ছুটির দিন
হঠাৎ করে পাওয়া ছুটির দিন
নিজের সাথে একলা হওয়া দিন

আমি তাই দু'হাত বাড়ায় ওই দূরে তেপান্তরে
ওই দূরে তেপান্তরে, দিগন্তের সবুজ বন্দরে
যেখানে মাটি আকাশ ছুঁয়ে যায়



Credits
Writer(s): Goutam Ghosal
Lyrics powered by www.musixmatch.com

Link