Pangku Abul

আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একটা পোলা
চিপা চাপা জিন্স প্যান্ট পরা, শার্টের বোতাম খোলা
রাহুল কাটিং চুল ছাটিং, কানে পরছে দুল

পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল
পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল

আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একটা পোলা
চিপা চাপা জিন্স প্যান্ট পরা, শার্টের বোতাম খোলা
রাহুল কাটিং চুল ছাটিং, কানে পরছে দুল

পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল
পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল

বেনসনের প্যাকেটে আবুল রাখে আকিজ বিড়ি
(ওহো, রাখে আকিজ বিড়ি)
খাম্বার সাথে ধাক্কা খাইয়া ইংলিশে কয় sorry
(ওহো, ইংলিশে কয় sorry)
বরিশালে বাড়ি, কিন্তু কয় ঢাকাইয়া ভাষা
(ওহো, কয় ঢাকাইয়া ভাষা)
আমার পিছে ঘুইরা বেড়ায়, মনে বহুত আশা
(ওহো, মনে বহুত আশা)

রাস্তার মোড়ে আড্ডা মারে হাতে নিয়া ফুল

পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল
পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল

এই মহল্লার পোলা আবুল, আবুলের খুব ঠেলা
(ওহো, আবুলের খুব ঠেলা)
চান্দাবাজি ধান্দাবাজি করে আবুল মেলা
(ওহো, করে আবুল মেলা)
পুলিশ থানা জেলখানা যেন পান্তাভাত
(ওহো, যেন পান্তাভাত)
আমার নাম লেইখাছে আবুল পুইড়া তাহার হাত
(ওহো, পুইড়া তাহার হাত)

ঠোঁটের ফাঁকে ভইরা রাখে ঈগল মার্কা গুল

পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল
পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল

হঠাৎ একদিন রাস্তার মোড়ে দেখি অনেক ভিড়
(ওহো, দেখি অনেক ভিড়)
গুল্লি করছে আবুলেরে দোস্ত আলমগীর
(ওহো, দোস্ত আলমগীর)
চান্দাবাজি লইয়া নাকি ধাওয়া পাল্টা-ধাওয়া
(ওহো, ধাওয়া পাল্টা-ধাওয়া)
হাসপাতালে নিতে নিতেই আবুলের নাই হাওয়া
(ওহো, আবুলের নাই হাওয়া)

শাহ আলম কয়, "সমাজে রয় এমন কত fool"

পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল
পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল

আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একটা পোলা
চিপা চাপা জিন্স প্যান্ট পরা, শার্টের বোতাম খোলা
রাহুল কাটিং চুল ছাটিং, কানে পরছে দুল

পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল
পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল

আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একটা পোলা
চিপা চাপা জিন্স প্যান্ট পরা, শার্টের বোতাম খোলা
রাহুল কাটিং চুল ছাটিং, কানে পরছে দুল

পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল
পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল
পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল
পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link