Amar Mayurpankhi

আমার ময়ূরপঙ্খী তরী এনেছি এবার কুলায়
কে যাবি আয় আয় আয় রে
কে যাবি আয় আয় আয় রে
আমার ময়ূরপঙ্খী তরী এনেছি এবার কুলায়
কে যাবি আয় আয় আয় রে
কে যাবি আয় আয় আয় রে
কে যাবি আয় আয় আয় রে
ও, কে যাবি আয় আয় আয় রে

আমার আকাশ তলে সোনার স্বপন দোলে
দোলে দোলে দোলে দোলে
আমার আকাশ তলে সোনার স্বপন দোলে
দোলে দোলে দোলে দোলে

কখনো কখনো মেঘে মেঘে আসে
সহসা বরষা আশা ও দুরাশা
কখনো কখনো মেঘে মেঘে আসে
সহসা বরষা আশা ও দুরাশা
থাকি তবু ভরসায় রে

ময়ূরপঙ্খী তরী এনেছি এবার কুলায়
কে যাবি আয় আয় আয় রে
কে যাবি আয় আয় আয় রে
কে যাবি আয় আয় আয় রে
ও, কে যাবি আয় আয় আয় রে

আমার এই পুতুল ঘরে
দিবানিশি যত কান্না হাসি
ঝরে পড়ে
আমার এই পুতুল ঘরে
দিবানিশি যত কান্না হাসি
ঝরে পড়ে

সে ব্যথা, সে হাসি কত প্রাণে প্রাণে
দেখেছি গো আমি কত সে নয়নে
সে ব্যথা, সে হাসি কত প্রাণে প্রাণে
দেখেছি গো আমি কত সে নয়নে
যত আমি পথ যাই রে

ময়ূরপঙ্খী তরী এনেছি এবার কুলায়
কে যাবি আয় আয় আয় রে
কে যাবি আয় আয় আয় রে
কে যাবি আয় আয় আয় রে
কে যাবি আয় আয় আয় রে

কে যাবি আয় আয় আয় রে



Credits
Writer(s): Ajoy Das
Lyrics powered by www.musixmatch.com

Link