Milon Hobe Kotodine

মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী
হবো বলে চরণদাসী
হবো বলে চরণদাসী

ও তা হয় না কপালগুণে
ও তা হয় না কপালগুণে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ
কালারে হারায়ে যেমন
কালারে হারায়ে যেমন

ও রূপ হেরি এ দর্শনে
ও রূপ হেরি এ দর্শনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

ও রূপ যখন স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়
ও রূপ যখন স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদাই
লালন ফকির ভেবে বলে সদাই

প্রেম যে করে সে জানে
ও প্রেম যে করে সে জানে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে



Credits
Writer(s): Lalon
Lyrics powered by www.musixmatch.com

Link