Surayyare Surayya

সুরাইয়া গো, সুরাইয়া
ও-ও-ও-ও
দিলা অন্তর জুড়াইয়া
আ-আ-আ-আ
সুরাইয়া গো, সুরাইয়া
দিলা অন্তর জুড়াইয়া
রূপের আগুনে
রূপের আগুনে দাও আমারে পুড়াইয়া
ওহ

নগদ কিছু দেবো গো
ও-ও-ও-ও
বাকি কিছু রাখিবো
আ-আ-আ-আ
নইলে প্রেমের
নইলে প্রেমের যাবে যে মজা ফুরাইয়া
আহ

সুরাইয়া গো, সুরাইয়া
দিলা অন্তর জুড়াইয়া
আরে সুরাইয়া গো, সুরাইয়া
দিলা অন্তর জুড়াইয়া

ও, অঙ্গে তোমার
আহ-আ
রূপের জোয়াড়
ওহ-হো
ঢেউ খেলে রে
আ-আ-আ, আ-আ-আ-আ
অঙ্গে তোমার রূপের জোয়াড় ঢেউ খেলে রে
সুরাইয়া, সুরাইয়া

ও, শরম লাগে, শরম লাগে
রাখো বুকে জড়াইয়া, জড়াইয়া
এ, ছাড়বো না আর
ছাড়বো না আর
দেবো সোহাগে ভরাইয়া
আহ, সুরাইয়া গো, সুরাইয়া
দিলা অন্তর জুড়াইয়া

ও, তোমার চোখে
আহ-হা
এমন নেশা
ওহ-হো
হলাম মাতাল
আ-আ-আ, আ, আ-আ-আ
আরে তোমার চোখে এমন নেশা হলাম মাতাল
সুরাইয়া, সুরাইয়া

ও, রসিয়া গো দিও না গো বুকের জ্বালা বাড়াইয়া, বাড়াইয়া

হে, বুকেতে জ্বালা
বুকেতে জ্বালা তুমি যে দিলে বাড়াইয়া
উহ, সুরাইয়া গো, সুরাইয়া
দিলা অন্তর জুড়াইয়া
রূপের আগুনে
রূপের আগুনে দাও আমারে পুড়াইয়া
আহ

নগদ কিছু দেবো গো
বাকি কিছু রাখিবো
নইলে প্রেমের
নইলে প্রেমের যাবে যে মজা ফুরাইয়া
উহ

সুরাইয়া গো, সুরাইয়া
দিলা অন্তর জুড়াইয়া



Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul
Lyrics powered by www.musixmatch.com

Link