Slogan

শ্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি
নতুন মানুষজন- শ্লোগান
শ্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি
কে ভাই, কে দুশমন- শ্লোগান
শ্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি
নতুন মানুষজন- শ্লোগান
শ্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি
কে ভাই, কে দুশমন- শ্লোগান

হাট মিটিংয়ে চোঙা ফুঁকেছি
গেট মিটিংয়ে গলা ভেঙেছি
চিনছি শহর গ্রাম
শ্লোগান দিতে গিয়ে আমি
সবার সাথে আমার দাবি
প্রকাশ্যে তুললাম-শ্লোগান
হাট মিটিংয়ে চোঙা ফুঁকেছি
গেট মিটিংয়ে গলা ভেঙেছি
চিনছি শহর গ্রাম
শ্লোগান দিতে গিয়ে আমি
সবার সাথে আমার দাবি
প্রকাশ্যে তুললাম-শ্লোগান

শ্লোগান দিতে গিয়ে আমি
ভিড়ে গেলাম গানে
গলায় তেমন সুর খেলে না
হোক বেসুরো পর্দা বদল
মিলিয়ে দিলাম সবার সাথে
মিলিয়ে দিলাম গলা
ঘুচিয়ে দিয়ে একল সিড়ে চলা
জুটলো যত আমার মতো
ঘরের খেয়ে বনের ধারে
মোষ তাড়ানো উল্টো স্বভাব
মোষ তাড়ানো সহজ নাকি
মোষের শিঙে মৃত্যু বাঁধা
তবুও কারা লাল নিশানে
উস্কে তাকে চ্যালেঞ্জ ছোঁড়ে-স্লোগান

স্লোগান দিতে গিয়ে আমি
বুঝেছি এই সার
সাবাশ যদি দিতেই হবে
সাবাশ দেব কার
স্লোগান দিতে গিয়ে আমি
বুঝেছি এই সার
সাবাশ যদি দিতেই হবে
সাবাশ দেব কার
ভাঙছে যারা ভাঙবে যারা
খ্যাপা মোষের ঘাড়
স্লোগান দিতে গিয়ে আমি
বুঝেছি এই সার
সাবাশ যদি দিতেই হবে
সাবাশ দেব কার
ভাঙছে যারা ভাঙবে যারা
খ্যাপা মোষের ঘাড়



Credits
Writer(s): Pratul Mukhopadhyay, Samir Roy
Lyrics powered by www.musixmatch.com

Link