Aslo Jakhan Phuler Phagun

আসলো যখন ফুলের ফাগুন
গুল্-বাগে ফুল চায় বিদায়।
এমন দিনে বন্ধু কেন
বন্ধুজনে ছেড়ে যায়।।
মালঞ্চে আজ ভোর না হতে বিরহী বুলবুল কাঁদে
না ফুটিতে দলগুলি তার ঝর্ল গোলাব হিম-হাওয়ায়।।
পুরানো গুল-বাগ
এ ধরা
মানুষ তাহে তাজা ফুল
ছিঁড়ে নিঠুর ফুল-মালী
আয়ুর শাখা হতে তায়।
হলো সময় – লোভের ক্ষুধা
মোহন মায়া ছাড় হাফিজ
বিদায় নে তোর ঘরের কাছে
দূরের বঁধু ডাকিছে আয়।



Credits
Writer(s): Anup Ghoshal
Lyrics powered by www.musixmatch.com

Link