Raat Nijhum

রাত নিঝুম চোখে নেই যে ঘুম
ঝিরি ঝিরি বাতাসের আলাপনে
কে তুমি, বলো কি খোঁজো?
আজ বলে যাও
আবেগি রাতে বিবাগী মন ছুঁয়ে দাও

রাত নিঝুম চোখে নেই যে ঘুম
ঝিরি ঝিরি বাতাসের আলাপনে
চৈতালী মেঘে স্বপ্নরা
অনুরনে ওড়ে কাক আগমনে

জলসিঁড়ি মনের আড়ালে
দীপ জ্বেলে পাশের আড়ালে
মৌনতা ভেঙে দেয়
কবেকার অভিমান

কে তুমি, বলো কি খোঁজো?
আজ বলে যাও
আবেগি রাতে বিবাগী মন ছুঁয়ে দাও

চাঁদ জ্বলা রাতের আঁচলে
মৃদু আলো মৃদু ছায়াতে
কখনো খুঁজে পাই
কখনো যে তুমি নাই

কে তুমি, বলো কি খোঁজো?
আজ বলে যাও
আবেগি রাতে বিবাগী মন ছুঁয়ে দাও

রাত নিঝুম চোখে নেই যে ঘুম
ঝিরি ঝিরি বাতাসের আলাপনে
কে তুমি, বলো কি খোঁজো?
আজ বলে যাও
আবেগি রাতে বিবাগী মন ছুঁয়ে দাও

রাত নিঝুম চোখে নেই যে ঘুম
ঝিরি ঝিরি বাতাসের আলাপনে
চৈতালী মেঘে স্বপ্নরা
অনুরনে ওড়ে কাক আগমনে



Credits
Writer(s): Partho Mazamdar, T I Ontor, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link