Aaji E Prabhate

প্রতিদিন অন্ধকারের যবনিকা সরিয়ে
সূর্যদেব তার আলোকের উৎস-মুখটি খুলে দেন
সেই আলোকের ঝরনাধারায়
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকাটি ধুয়ে যায়
নিদ্রাজড়িত আত্মার উপর কে যেন অরুণ আলোর সোনার কাঠিটি দেয় ছুঁইয়ে
বিশ্বহৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়ার কাছে
অবনত হৃদয় বলে উঠে

আজি এ প্রভাতে প্রভাত-বিহগ কী গান গাইল রে
অতিদূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে
আজি এ প্রভাতে সহসা কেন রে পথহারা রবি-কর
আলয় না পেয়ে পড়িছে আসিয়ে আমার প্রাণের 'পর

বহুদিন পরে একটি কিরণ গুহায় দিয়েছে দেখা
পড়েছে আমার আঁধার সলিলে একটি কনক-রেখা
প্রাণের আবেগ রাখিতে না'রি, থর থর করি কাপিছে বারি
টলমল জল করে থল থল, কল কল করি ধরেছে তান

আজি এ প্রভাতে কি জানি কেন রে জাগিয়া উঠিছে প্রাণ
জাগিয়ে দেখিনু চারিদিকে মোর পাষাণে রচিত কারাগার ঘোর
বুকের উপরে আঁধার বসিয়া করিছে নিজের ধ্যান
না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link