Adho Rate Jadi Guum

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে, প্রিয়
চাঁদ হয়ে রবো আকাশের গায়
বাতায়ন খুলে দিও

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে, প্রিয়
চাঁদ হয়ে রবো আকাশের গায়
বাতায়ন খুলে দিও

সেথা জোছনার আলোর কণিকা
জেনো সে তোমার প্রেমের মণিকা
সেথা জোছনার আলোর কণিকা
জেনো সে তোমার প্রেমের মণিকা

কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে
প্রেমের কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে
আঁখি ভরে নীর, ও প্রিয়
চাঁদ হয়ে রবো আকাশের গায়
বাতায়ন খুলে দিও

ভুলি নাই, প্রিয়, ভুলি নাই
খুলি নাই রাঙ্গা রাখী
মুছি নাই প্রেম-চন্দন-লেখা
দিয়েছ যা ললাটে আঁকি
ভুলি নাই, প্রিয়, ভুলি নাই

চৈত্র দিনের অলস বেলায়
যদি গানখানি মোর মনে পড়ে, হায়
চৈত্র দিনের অলস বেলায়
যদি গানখানি মনে পড়ে, হায়

ঝরানো পাতায় মর্মর গানে
ঝরানো পাতায় মর্মর গানে
সেই সুরভিটি শুনিয়ো
চাঁদ হয়ে রবো আকাশের গায়
বাতায়ন খুলে দিও

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে, প্রিয়
চাঁদ হয়ে রবো আকাশের গায়
বাতায়ন খুলে দিও

সেথা জোছনার আলোর কণিকা
জেনো সে তোমার প্রেমের মণিকা
সেথা জোছনার আলোর কণিকা
জেনো সে তোমার প্রেমের মণিকা

কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে
প্রেমের কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে
আঁখি ভরে নীর, ও প্রিয়
চাঁদ হয়ে রবো আকাশের গায়
বাতায়ন খুলে দিও



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link