O Shona Miss You

ও সোনা, miss you, ও miss you (miss you, ও miss you)
তোকে কাছে চাই (তোকে কাছে চাই)
ও সোনা, miss you, ও miss you
তোকে কাছে চাই
মনে তোর বায়না, তুই আয়না
তোকে কাছে চাই

শোনে না মন, কোনো বারণ
করছে যে छेड़खानी

এ বুকে বাজছে cellphone, তোমারই বাজছে ringtone
দূরে নয় কাছে, তুই শোন, ও जानिये
এ বুকে বাজছে cellphone, তোমারই বাজছে ringtone
দূরে নয় কাছে, তুই শোন, ও जानिये

ও আমার dear, করি না care
যতই কাছে তুই চাস
আমি যে rare, নেই মনে fear
যাওয়ার হলে চলে যাস
হায়, ও আমার dear, করি না care
যতই কাছে তুই চাস
আমি যে rare, নেই মনে fear
যাওয়ার হলে চলে যাস

শোনে না মন, কোনো বারণ
করছে যে छेड़खानी

এ বুকে বাজছে cellphone, তোমারই বাজছে ringtone
দূরে নয় কাছে, তুই শোন, ও जानिये
এ বুকে বাজছে cellphone, তোমারই বাজছে ringtone
দূরে নয় কাছে, তুই শোন, ও जानिये

দে না যত গুল, করব না তো ভুল
খুঁজে বেড়া সব পাড়া
মানবো না তো rule, হব না তো fool
দেবো না আমি ধরা
হায়, দে না যত গুল, করব না তো ভুল
খুঁজে বেড়া সব পাড়া
মানবো না তো rule, হব না তো fool
দেবো না আমি ধরা

শোনে না মন, কোনো বারণ
করছে যে छेड़खानी

এ বুকে বাজছে cellphone, তোমারই বাজছে ringtone
দূরে নয় কাছে, তুই শোন, ও जानिये
এ বুকে বাজছে cellphone, তোমারই বাজছে ringtone
দূরে নয় কাছে, তুই শোন, ও जानिये

ও সোনা, miss you, ও miss you
তোকে কাছে চাই
মনে তোর বায়না, তুই আয়না
তোকে কাছে চাই

শোনে না মন, কোনো বারণ
করছে যে छेड़खानी

এ বুকে বাজছে cellphone, তোমারই বাজছে ringtone
দূরে নয় কাছে, তুই শোন, ও जानिये
এ বুকে বাজছে cellphone, তোমারই বাজছে ringtone
দূরে নয় কাছে, তুই শোন, ও जानिये



Credits
Writer(s): Dev Sen, Prasenjit Mallick
Lyrics powered by www.musixmatch.com

Link