Kabi Takhan Saptaha Tineker

১৯১৪-'র অক্টোবরে
কবি তখন সপ্তাহ তিনেকের জন্য এলাহাবাদে
ভাগ্নে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের জামাই
পেয়ারিলাল বন্দ্যোপাধ্যায়ের বাগান ঘেরা বাড়িতে
দিনটা ২০ শে অক্টোবর
এই দিনই লিখেছেন গীতালির শেষ কবিতা
এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে

গীতালিতে ঠাঁই পেল
তিন মাসে লেখা শতাধিক কবিতা
সেই সৃষ্টিসুখে ডুবে আছে মন
এই সময় সে বাড়িতে হঠাৎই চোখে পড়ল এক ছবি
ফেলে আসা দিনের প্রিয়জনের সে ছবি
ছিন্ন হল গীতালির ঘোর
রাতে রচনা করলেন ভিন্ন ছন্দের ভিন্ন কাব্য

তর্কে-বিতর্কে কারো মতে সেই ছবি মৃণালিনী দেবীর
কারো মতে কাদম্বরী দেবীর
আবার কারো মতে কোনো আত্মীয়ের ছবির অভিঘাতেই নয়
সে কাব্য গান হয় রচনার দেড় দশক বাদে
৭০ বছরের জন্মোৎসবে
ঠাঁই পায় শাপমোচন গীতিনাট্যে



Credits
Writer(s): Soumitra Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link