Jorasanko Thakurbarir

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বিচিত্রাতে
একটা পিয়ানো ছিল
প্রসঙ্গ কথায় কবির দৌহিত্র
চিত্রশিল্পী অসিত কুমার হালদারের স্মৃতিকথায়
একদিন রবিদা সৌম্যকে
অর্থাৎ সৌমেন্দ্রনাথ ঠাকুর আর আমাকে নিয়ে গেলেন
বাড়ির সেই ঘরে

পিয়ানো বাজিয়ে তাঁর পুরনো গান
আরও খানিকটা করে রচনা করে বাড়িয়ে গাইলেন
সৌম্য আর আমি শিখে নিলুম বটে
কিন্তু রবিদার মনঃপূত হলো না
বললেন, "ওরে, আমার সুরসুন্দরীকে
তোরা সহজে বশে রাখতে পারবি নে"
১৯১৬-র ৩রা এপ্রিলের সে গান



Credits
Writer(s): Soumitra Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link