Kabir Pratyasha

কবির প্রত্যাশা

হয়েছে শেষ তবুও বাকি
কিছু তো গান গিয়েছি রাখি
সেটুকু নিয়ে গুনগুনিয়ে সুরের খেলা খেলো

সে প্রত্যাশা মেলালেন আপন রূপান্তরে
এক দশক আগে লেখা গল্প
"শেষের রাত্রি"-'র নিজেই নাট্যরূপ দিলেন কবি
১৯২৫-এর আশ্বিনে মঞ্চপ্রকাশ পেলে নাটক "গৃহপ্রবেশ"
জুড়লেন গান
প্রেমহীনা স্ত্রীর উদাসীনতায়
মৃত্যুপথিক নায়ক যতীনের মানসদ্বন্দ্বে
গড়ে ওঠে নাট্যজাল
নাট্য সূচনায় যতীনের অনুরোধে গান ধরে সহোদরা হিমি
সংসারের অনিত্য খেলাঘরের বেদন বাণী প্রাণিত হয় গানে



Credits
Writer(s): Soumitra Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link