Ma Tomay Bhalobasi

আমায় উঠতে বসতে কত কিছু বলতে
চলতে ফিরতে শাসন করতে
মনে হতো, মা, তুমি আমার সৎ মা
আমি নই তোমার নিজের মেয়ে

আমায় উঠতে বসতে কত কিছু বলতে
চলতে ফিরতে শাসন করতে
মনে হতো, মা, তুমি আমার সৎ মা
আমি নই তোমার নিজের মেয়ে
আজ বড় হয়ে দেখছি, যা কিছু করতে
সবই আমার ভালো চেয়ে

মা, তোমায় ভালোবাসি
ভীষণ ভালোবাসি
মা, তোমায় ভালোবাসি
ভীষণ ভালোবাসি

আমি একটু বড় হতে চোখে চোখে রাখতে
ছায়া হয়ে সারাদিন পাশে পাশে থাকতে
আমি একটু বড় হতে চোখে চোখে রাখতে
ছায়া হয়ে সারা দিন পাশে পাশে থাকতে

মনে আছে গিটারের ক্লাস থেকে ফেরার সময়
প্রথম যে দিন তুমি দেখলে আমায়
বন্ধু দীপেশকে আমার সাথে
সেদিনের বকুনি আজও আমি ভুলিনি
সেদিনের বকুনি আজও আমি ভুলিনি
কেঁদে কেঁদে ঘুমোইনি সেদিন রাতে

মা, তোমায় ভালোবাসি
ভীষণ ভালোবাসি
মা, তোমায় ভালোবাসি
আমি ভীষণ ভালোবাসি

আমি জীবনের নেশায় ছিলাম যে, মা, অন্ধ
তুমি তো দেখালে সব ভালো-মন্দ
আমি জীবনের নেশায় ছিলাম যে, মা, অন্ধ
তুমি তো দেখালে সব ভালো-মন্দ

আজও তাই আমার ঘরে তুমি যখন এলে
দেখলে ছোট্ট খুকু আমার কোলে
মনে হলো বলছো, মা, তুমি বারবার
শুধু নয় আদরে, রেখো ওকে নজরে
শুধু নয় আদরে, রেখো ওকে নজরে
কোনো ক্ষতি কোনোদিন হবে না যে তার

মা, তোমায় ভালোবাসি
ভীষণ ভালোবাসি
মা, তোমায় ভালোবাসি
আমি ভীষণ ভালোবাসি

মা, তোমায় ভালোবাসি
ভীষণ ভালোবাসি
মা, তোমায় ভালোবাসি
ভীষণ ভালোবাসি
মা...



Credits
Writer(s): Banerjee Pulak, Dutta Anupam
Lyrics powered by www.musixmatch.com

Link