Jodi Akasher Gaaye (From "Nirbaak")

যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি
তোমার শরীর স্পর্শ পাবো না
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
যদি ভিজে মাটির গন্ধ তোমার
গল্প কথা শোনাতে চাই
যদি ভিজে মাটির গন্ধ তোমার
গল্প কথা শোনাতে চাই
আমি মাটির তলায় ঘর না বাঁন্ধিলে
আমি মাটির তলায় ঘর না বাঁন্ধিলে
তোমার জঠোর গন্ধ পাবো না
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি
শরীর আঁধারে মা জননী
আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি
শরীর আঁধারে মা জননী
তোমায় জন্ম দেওয়ার ব্যাথা না পাইলে
তোমায় জন্ম দেওয়ার ব্যাথা না পাইলে
তোমার জন্ম শব্দ পাবো না
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
আমার শীত করে আর জ্বর আসে গাঁয়
শীতের কালে পাতারা শুকায়
আমার শীত করে আর জ্বর আসে গাঁয়
শীতের কালে পাতারা শুকায়
আমি শীতজনিতে না ডুবিলে
আমি শীতজনিতে না ডুবিলে
তোমার মৃত্যু শুনতে পাবো না
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি
যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি
তোমার শরীর স্পর্শ পাবো না
তোমার কথা শুনতে পাবো না
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না



Credits
Writer(s): Neel Dutt, Bodhaditya Bannerjee
Lyrics powered by www.musixmatch.com

Link