Kon Maramir Maram Byatha

কোন মরমীর মরম-ব্যথা
আমার বুকে বেদনা হানে
জানি গো, সেও জানেই জানে
আমি কাঁদি তাইতে যে তার
ডাগর চোখে অশ্রু আনে
বুঝেছি তা প্রাণের টানে
কোন মরমীর মরম-ব্যথা

বাইরে বাঁধি মনকে যত
ততই বাড়ে মর্ম-ক্ষত
বাইরে বাঁধি মনকে যত
ততই বাড়ে মর্ম-ক্ষত
মোর সে ক্ষত ব্যথার মতো
বাজে গিয়ে তারও প্রাণে
কে কয়ে যায় কানে কানে

কোন মরমীর মরম-ব্যথা

উদাস বায়ু ধানের ক্ষেতে
ঘনায় যখন সাঁঝের মায়া
দুই জনারই নয়ন-পাতায়
অমনি নামে কাজল ছায়া

দুইটি হিয়াই কেমন কেমন
বদ্ধ ভ্রমর পদ্মে যেমন
দুইটি হিয়াই কেমন কেমন
বদ্ধ ভ্রমর পদ্মে যেমন
হায়, অসহায় মূকের বেদন
বাজলো শুধু সাঁঝের গানে
পুবের বায়ুর হুতাশ তানে

কোন মরমীর মরম-ব্যথা
আমার বুকে বেদনা হানে
জানি গো, সেও জানেই জানে
কোন মরমীর মরম-ব্যথা



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link