Pakhir Chilo Orar Katha

পাখির ছিল ওড়ার কথা
ওড়ার দাবি, উড়ে গেছে
খাঁচার দিকে তাকিয়ে দেখ
খাঁচাটা ঠিক তেমনি আছে

পাখির ছিল ওড়ার কথা
ওড়ার দাবি, উড়ে গেছে
খাঁচার দিকে তাকিয়ে দেখ
খাঁচাটা ঠিক তেমনি আছে

পাখির ছিল ওড়ার কথা
ওড়ার দাবি, উড়ে গেছে

লোহার তারে ছিল সবার নিষেধ রাখা
ঘেরাটোপে বন্দি ছিল বেঁচে থাকা
লোহার তারে ছিল সবার নিষেধ রাখা
ঘেরাটোপে বন্দি ছিল বেঁচে থাকা
আটকে রাখার বন্দি খাঁচায় পড়ে আছে

পাখির ছিল ওড়ার কথা
ওড়ার দাবি, উড়ে গেছে

ভাঙার সাহস ছিল না কি ছোট্ট ঠোঁটে
রাঙা সাহস ছড়িয়ে দিয়ে সূর্য উঠে
ভাঙার সাহস ছিল না কি ছোট্ট ঠোঁটে
রাঙা সাহস ছড়িয়ে দিয়ে সূর্য উঠে
হাসতে হাসতে ভোরের আকাশ তাকিয়ে আছে

পাখির ছিল ওড়ার কথা, উড়ে গেছে

খাঁচার দরজা কে খুলেছে, জীবন না কি?
মুক্ত করা জীবন, আমি তোমায় ডাকি
খাঁচার দরজা কে খুলেছে, জীবন না কি?
মুক্ত করা জীবন, আমি তোমায় ডাকি

আমার যত দাবি-দাওয়া তোমার কাছে
তোমার বন্ধু ছোট্ট পাখি উড়ে গেছে

খাঁচার দিকে তাকিয়ে দেখ
খাঁচাটা ঠিক তেমনি আছে
পাখির ছিল ওড়ার কথা
ওড়ার দাবি, উড়ে গেছে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link