Ore Bon Tor Bijane

ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন উদাসী থাকে?
ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন উদাসী থাকে?
আমার মনের বনের উদাসীরে
আমার মনের বনের উদাসীরে ডাকে সে আজ ডাকে
ওরে, ডাকে সে আজ ডাকে
ওরে, কোন উদাসী থাকে?

নিজে সে নীরব হয়ে রয়
শোনে সে ফুল যে কথা কয়
তরুর হিয়া আলিঙ্গিয়া লতার অনুনয়
শোনে সে লতার অনুনয়
পাখিদের প্রগলভতা দেয় কি ব্যথা তাকে?
ওরে, দেয় কি ব্যথা তাকে?
ওরে, কোন উদাসী থাকে?

ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন উদাসী থাকে?

কেউ তারে পায় নাকো ডাকি
থাকে সে সদাই একাকী
কোন একাকী করল তারে এমন একাকী?
তারে বৃথাই খোঁজে চন্দ্র তপন পাতার ফাঁকে ফাঁকে
ওরে, পাতার ফাঁকে ফাঁকে
ওরে, কোন উদাসী থাকে?

আজি মন বিবাগী চঞ্চল
বিরহে চক্ষু ছল ছল
সদাই ভনে, "ওই বিজনে আমায় নিয়ে চল"
বলে সে, "আমায় নিয়ে চল"
ওরে মোর পাগলা পরান
ওরে মোর পাগলা পরান, পাবি কি তুই তাকে?
ওরে, পাবি কি তুই তাকে?
ওরে, কোন উদাসী থাকে?

ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন উদাসী থাকে?



Credits
Writer(s): Atulprasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link