Aaj Mone Hoi Ei Niralay

আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
বাতাসের এই আবেশে
চলে যাই অজানা দেশে
পাখিরা যেখানে শুধু
মরমের কাকলি শোনায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায়
কে যেন বলে গো আমায়
আজ পৃথিবীতে নাই ব্যাথা নাই
সে শুধু তুমি ওগো এত কাছে আছ তাই
কে যেন বলে গো আমায়
আজ পৃথিবীতে নাই ব্যাথা নাই
সে শুধু তুমি ওগো এত কাছে আছ তাই
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
জীবনের এই দোলাতে
যেন তাই হৃদয় মাতে
ফুলেরা কেন কে জানে
এত যে সুরভি ছড়ায়
আজ মনে হয় এই নিরালায়
সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনে
নিজেরে হারাই সুরের মায়ায়



Credits
Writer(s): Satinath Mukherjee, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link