Kichhu Alo Kichhu Chhaya

কিছু আলো, কিছু ছায়া, আর কিছু স্বপ্ন-আশা
কিছু কথা, কিছু গানে দু'জনের কাছে আসা
এই জীবনে চলার পথে সাথী প্রেম-ভালোবাসা

কিছু আলো, কিছু ছায়া, আর কিছু স্বপ্ন-আশা
কিছু কথা, কিছু গানে দু'জনের কাছে আসা
এই জীবনে চলার পথে সাথী প্রেম-ভালোবাসা

গুনগুনগুন গাইছে ভ্রমর গুনগুন সুরে
ঘুমঘুম রাত স্বপ্ন আনে দু'চোখ জুড়ে
গুনগুনগুন গাইছে ভ্রমর গুনগুন সুরে
ঘুমঘুম রাত স্বপ্ন আনে দু'চোখ জুড়ে
চোখে চোখে বলা কিছু ভাষা
মনে মনে আরও কাছে আসা

আজ দু'জনে সময়স্রোতে সুখেরই জোয়ারে ভাসা
এই জীবনে চলার পথে সাথী প্রেম-ভালোবাসা

কিছু আলো, কিছু ছায়া, আর কিছু স্বপ্ন-আশা
কিছু কথা, কিছু গানে দু'জনের কাছে আসা

শনশনশন বইছে হাওয়া, উন্মন চাওয়া
ঝিরিঝিরিঝিরি স্বপ্নে যে তাই হারিয়ে যাওয়া
শনশনশন বইছে হাওয়া, উন্মন চাওয়া
ঝিরিঝিরিঝিরি স্বপ্নে যে তাই হারিয়ে যাওয়া
চুপিচুপি বলা কিছু কথা
বারে বারে ভাঙে নীরবতা

আজ দু'জনের মনে প্রেমের লাগলো এত নেশা
এই জীবনে চলার পথে সাথী প্রেম-ভালোবাসা

কিছু আলো, কিছু ছায়া, আর কিছু স্বপ্ন-আশা
কিছু কথা, কিছু গানে দু'জনের কাছে আসা
এই জীবনে চলার পথে সাথী প্রেম-ভালোবাসা



Credits
Writer(s): Babul Bose, Priyo Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link