Jaani Na Ki Bhabe

জানি না কিভাবে জানাবো তোমাকে
ভাবনা পায়নি সে ভাষা
জানি না কিভাবে জানাবো তোমাকে
ভাবনা পায়নি সে ভাষা

বুঝিনি তো আগে, শুধু অনুভবে
বুঝিনি তো আগে, শুধু অনুভবে
মনে কিছু দ্বিধা, তবু কত আশা
জানি না কিভাবে জানাবো তোমাকে
ভাবনা পায়নি সে ভাষা

কত রঙ ছড়িয়ে সুরে যাই হারিয়ে
কত রঙ ছড়িয়ে সুরে যাই হারিয়ে
দিতে চাই তোমার চোখে স্বপ্ন এঁকে
ভালোবাসা যেন ঝরে বৃষ্টি হয়ে
জানি না কিভাবে জানাবো তোমাকে
ভাবনা পায়নি সে ভাষা

কিভাবে কে জানে ভেসেছি উজানে
কিভাবে কে জানে ভেসেছি উজানে
ঘোরে থাকি দূরে থেকে মনে মনে
ফিরে ফিরে একই মুখ উঠে ভেসে
জানি না কিভাবে জানাবো তোমাকে
ভাবনা পায়নি সে ভাষা

বুঝিনি তো আগে, শুধু অনুভবে
বুঝিনি তো আগে, শুধু অনুভবে
মনে কিছু দ্বিধা, তবু কত আশা
জানি না কিভাবে জানাবো তোমাকে
ভাবনা পায়নি সে ভাষা



Credits
Writer(s): Amit Banerjee, Atanu Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link