Rimjhim Ghano Ghano

রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে

গগনে ঘনঘটা, শিহরে তরুলতা
গগনে ঘনঘটা, শিহরে তরুলতা
ময়ূর ময়ূরী নাচিছে হরষে

রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে

দিশি দিশি সচকিত, দামিনী চমকিত
দিশি দিশি সচকিত, দামিনী চমকিত
চমকি উঠিছে হরিণী তরাসে
চমকি উঠিছে হরিণী তরাসে

রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে

গগনে ঘনঘটা, শিহরে তরুলতা
গগনে ঘনঘটা, শিহরে তরুলতা
ময়ূর ময়ূরী নাচিছে হরষে

রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম ঘন ঘন রে বরষে
রিম ঝিম-



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link