Barshanmandrito Andhakare

বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি
তোমারই এ দ্বারে,
পথিকেরে লহ ডাকি
তব মন্দিরের একধারে।।

বনপথ হতে সুন্দরী,
এনেছি মল্লিকা মঞ্জরী
তুমি লবে নিজ বেণি বন্ধে
মনে রেখেছি এ দুরাশারে।।

কোন কথা নাহি বলে
ধীরে ধীরে ফিরে যাব চলে।
ঝিল্লী ঝঙ্কৃত নিশীথে পথে যেতে
বাঁশরীতে শেষ গান পাঠাব তোমা পানে
সেই সুখহারে।।



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link