Ei Kathataa Dhore Rakhis

এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে
এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে
যে পথ গেছে পারের পানে
সে পথে তোর যেতেই হবে
মুক্তি তোরে পেতেই হবে
এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে

অভয় মনে কণ্ঠ ছাড়ি
গান গেয়ে তুই দিবি পাড়ি
অভয় মনে কণ্ঠ ছাড়ি
গান গেয়ে তুই দিবি পাড়ি
খুশি হয়ে ঝড়ের হাওয়ায়
ঢেউ যে তোরে খেতেই হবে
মুক্তি তোরে পেতেই হবে

এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে

পাকের ঘোরে ঘোরায় যদি
ছুটি তোরে পেতেই হবে
পাকের ঘোরে ঘোরায় যদি
ছুটি তোরে পেতেই হবে
চলার পথে কাঁটা থাকে
দোলে তোমায় যেতেই হবে

সুখের আশা আকঁড়ে লয়ে
মরিস নে তুই ভয়ে ভয়ে
সুখের আশা আকঁড়ে লয়ে
মরিস নে তুই ভয়ে ভয়ে
জীবনকে তোর ভরে নিতে
মরণ আঘাত খেতেই হবে
মুক্তি তোরে পেতেই হবে

এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে
যে পথ গেছে পারের পানে
সে পথে তোর যেতেই হবে
মুক্তি তোরে পেতেই হবে
এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link