Hai Go Bethai Katha

হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো
সুর হারালেম অশ্রুধারে
হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো

তরী তোমার সাগরনীরে, আমি ফিরি তীরে তীরে
তরী তোমার সাগরনীরে, আমি ফিরি তীরে তীরে
ঠাঁই হল না, ঠাঁই হল না তোমার সোনার নায় গো
পথ কোথা পাই অন্ধকারে

হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো

হায় গো, নয়ন আমার
নয়ন আমার মরে দুরাশায় গো
হায় গো, নয়ন আমার
নয়ন আমার মরে দুরাশায় গো
চেয়ে থাকি দাঁড়িয়ে দ্বারে
চেয়ে থাকি

যে ঘরে ওই প্রদীপ জ্বলে
তার ঠিকানা কেউ না বলে
যে ঘরে ওই প্রদীপ জ্বলে
তার ঠিকানা কেউ না বলে
বসে থাকি
বসে থাকি পথের নিরালায় গো
চির রাতের পাথার পারে

হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো
সুর হারালেম অশ্রুধারে
হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link