Aaji Kamalo Mukulo

আজি কমলমুকুলদল খুলিল
আজি কমলমুকুলদল খুলিল

দুলিল রে দুলিল
মানসসরসে রসপুলকে
পলকে পলকে ঢেউ তুলিল

আজি কমলমুকুলদল খুলিল
আজি কমলমুকুলদল খুলিল

দুলিল রে দুলিল
মানসসরসে রসপুলকে
পলকে পলকে ঢেউ তুলিল

আজি কমলমুকুলদল খুলিল
আজি কমলমুকুলদল খুলিল

গগন মগন হল গন্ধে
সমীরণ মূর্ছে আনন্দে
গগন মগন হল গন্ধে
সমীরণ মূর্ছে আনন্দে
গুনগুন গুঞ্জনছন্দে
মধুকর ঘিরি ঘিরি বন্দে

নিখিলভুবনমন ভুলিল
মন ভুলিল রে মন ভুলিল

আজি কমলমুকুলদল খুলিল
আজি কমলমুকুলদল খুলিল



Credits
Writer(s): Rabindranath Tagore, Raja Narayan Deb
Lyrics powered by www.musixmatch.com

Link