O Sokhina Gechos Kina Vuila Amare

ও সখিনা, ও সখিনা
ও সখিনা, গেছস কিনা ভুইল্লা আমারে
ও সখিনা, গেছস কিনা ভুইল্লা আমারে

আমি অহন রিশকা চালাই
আমি অহন রিশকা চালাই ঢাহা শহরে
আমি অহন রিশকা চালাই ঢাহা শহরে

ও সখিনা
ও সখিনা, গেছস কিনা ভুইল্লা আমারে

সেবার বানে সোনাফলা মাঠ হইলো ছারখার
দেশ-গেরামে শেষে নামে আকাল, হাহাকার
সেবার বানে সোনাফলা মাঠ হইলো ছারখার
দেশ-গেরামে শেষে নামে আকাল, হাহাকার

আমরা মরি কী আসে যায় মহাজনের পাওনা টাকায়
আমরা মরি কী আসে যায় মহাজনের পাওনা টাকায়
বেবাক ফসল তুইলা দিলাম আমরা তাগোর খামারে

ও সখিনা
ও সখিনা, গেছস কিনা ভুইল্লা আমারে

জলার পাছে কলা গাছের ছায়া সারি সারি
জলার পাছে কলা গাছের ছায়া সারি সারি
তার তলাদি চইলা আইলাম আমি অনাহারী
তার তলাদি চইলা আইলাম আমি অনাহারী

হাজার ঠ্যাটায় গরিব ঠকায়, তাকায় রাঙা চোখে
মিডা কথা কয় না তো কেউ আমরা ছোডলোকে
হাজার ঠ্যাটায় গরিব ঠকায়, তাকায় রাঙা চোখে
মিডা কথা কয় না তো কেউ আমরা ছোডলোকে

লক্ষ মশার উৎপাতে রাত কাটে না ফুটপাতে
লক্ষ মশার উৎপাতে রাত কাটে না ফুটপাতে
লয় মনে আজ বদলা লমু, উইড়া যামু তোর ধারে

ও সখিনা
ও সখিনা, গেছস কিনা ভুইল্লা আমারে

আমি অহন রিশকা চালাই
আমি অহন রিশকা চালাই ঢাহা শহরে
আমি অহন রিশকা চালাই ঢাহা শহরে

ও সখিনা
ও সখিনা, গেছস কিনা ভুইল্লা আমারে
ও সখিনা, গেছস কিনা ভুইল্লা আমারে

ও সখিনা, গেছস কিনা ভুইল্লা আমারে
ও সখিনা, গেছস কিনা ভুইল্লা আমারে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link