Akasher Hate Ache

আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ,
আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ...
আমার এ দু'হাত শুধু রিক্ত
আমার এ দু'চোখ জলে সিক্ত,
আমার এ দু'হাত শুধু রিক্ত
আমার এ দু'চোখ জলে সিক্ত
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ (২)
আমার এ দুয়ার হলো বন্ধ।
আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ...
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।
বুঝিনা কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।
বুঝিনা কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না (২)
জানি না কিসে এতো দ্বন্দ্ব।
আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ,
আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ...।



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link