Tumi Shudhu Tumi

তুমি শুধু তুমি নও, তুমি শুধু প্রেম নও
তুমি শুধু গান নও, তুমি শুধু ফুল নও
তুমি যে দু'চোখের দৃষ্টি
তুমি কোনো নদী নও, তুমি কোনো পাখি নও
তুমি কোনো চাঁদ নও, তুমি কোনো তারা নও
তুমি যে অপরূপ সৃষ্টি

তুমি শুধু আমার, জনম জনম আমার
তুমি শুধু আমার, জনম জনম আমার
তুমি যে, তুমি যে, তুমি যে, তুমি যে
তুমি যে প্রণয়ের বৃষ্টি

তুমি শুধু তুমি নও, তুমি শুধু প্রেম নও
তুমি শুধু গান নও, তুমি শুধু ফুল নও
তুমি যে দু'চোখের দৃষ্টি
তুমি কোনো নদী নও, তুমি কোনো পাখি নও
তুমি কোনো চাঁদ নও, তুমি কোনো তারা নও
তুমি যে অপরূপ সৃষ্টি

মনে পড়ে তোমার আমার প্রথম দেখার দিন
মনটা ছিল উদাস উদাস, চোখ ছিল রঙিন
মনে পড়ে তোমার আমার প্রথম দেখার দিন
মনটা ছিল উদাস উদাস, চোখ ছিল রঙিন
তুমিও ছিলে, আমিও ছিলাম, একা একা সঙ্গীহীন

তুমি শুধু আমার, জনম জনম আমার
তুমি শুধু আমার, জনম জনম আমার
তুমি যে, তুমি যে, তুমি যে, তুমি যে
তুমি যে প্রণয়ের বৃষ্টি

তুমি শুধু তুমি নও, তুমি শুধু প্রেম নও
তুমি শুধু গান নও, তুমি শুধু ফুল নও
তুমি যে দু'চোখের দৃষ্টি
তুমি কোনো নদী নও, তুমি কোনো পাখি নও
তুমি কোনো চাঁদ নও, তুমি কোনো তারা নও
তুমি যে অপরূপ সৃষ্টি

তোমার হাতে রেখে ছিলাম আমার দুটি হাত
পৃথিবীটা নীরব ছিল, সময় ছিল রাত
তোমার হাতে রেখে ছিলাম আমার দুটি হাত
পৃথিবীটা নীরব ছিল, সময় ছিল রাত
তোমারই মনে, আমারই মনে, এলো প্রেমের সুপ্রভাত

তুমি শুধু আমার, জনম জনম আমার
তুমি শুধু আমার, জনম জনম আমার
তুমি যে, তুমি যে, তুমি যে, তুমি যে
তুমি যে ভালোবাসার ইষ্টি

তুমি শুধু তুমি নও, তুমি শুধু প্রেম নও
তুমি শুধু গান নও, তুমি শুধু ফুল নও
তুমি যে দু'চোখের দৃষ্টি
তুমি কোনো নদী নও, তুমি কোনো পাখি নও
তুমি কোনো চাঁদ নও, তুমি কোনো তারা নও
তুমি যে অপরূপ সৃষ্টি



Credits
Writer(s): Emon Shaha, Gazi Majharul Anowar, Satya Shaha
Lyrics powered by www.musixmatch.com

Link