Achhe Dukkho Ashe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে
আছে দুঃখ, আছে মৃত্যু

তবুও প্রাণ নিত্যধারা, হাসে সূর্য-চন্দ্র-তারা
তবুও প্রাণ নিত্যধারা, হাসে সূর্য-চন্দ্র-তারা
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে

আছে দুঃখ, আছে মৃত্যু

তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে
কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে
তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে
কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে
নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ
নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ
সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে
আছে দুঃখ, আছে মৃত্যু



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link