Jamai Babur Payer Chati

জামাই বাবুর পায়ের চটি কোথায় গেলো হাঁটি হাঁটি
দেখ্ না, খুঁজে দেখ্ না
জামাই বাবুর পায়ের চটি কোথায় গেলো হাঁটি হাঁটি
দেখ্ না, খুঁজে দেখ্ না

রাতে ছিল, এখন ভোরে কোথায় গেলো উড়ে উড়ে
গজাল কি পাখনা

দেখ্ না, খুঁজে দেখ্ না
দাড়িয়ে কেন আছিস তোরা?
দেখ্ না, খুঁজে দেখ্ না

আরে ও জামাইবাবু
চাইছে ওরা দুশো টাকা, তুলবে না কি শয্যা
তোরা বাবা, হ্যাংলা বড়ো, নেইকো কারো লজ্জা
তোদের, নেইকো কারো লজ্জা

চাইছে ওরা দুশো টাকা, তুলবে না কি শয্যা
তোরা বাবা, হ্যাংলা বড়ো, নেইকো কারো লজ্জা
তোদের, নেইকো কারো লজ্জা

ভালো মেয়ে হয় যে কেমন
ভালো মেয়ে হয় যে কেমন
আমায় দেখে শেখ না

দাড়িয়ে কেন আছিস তোরা?
দেখ্ না, খুঁজে দেখ্ না
জুতোর গজাল কি পাখনা
দেখ্ না, খুঁজে দেখ্ না

দিদির গলার হার জোটেনি, আবার গেলো চটি
খবর পেলেই বড়ো বৌমা আসবে নিয়ে বটি
দেখিস আসবে নিয়ে বটি

দিদির গলার হার জোটেনি, আবার গেলো চটি
আরে খবর পেলেই বড়ো বৌমা আসবে নিয়ে বটি
দেখিস আসবে নিয়ে বটি

গ্রামের মান গেল বুঝি
গ্রামের মান গেল বুঝি
দেখ্ না, খুঁজে দেখ্ না

দাড়িয়ে কেন আছিস তোরা?
দেখ্ না, খুঁজে দেখ্ না
জুতোর গজাল কি পাখনা
দেখ্ না, খুঁজে দেখ্ না



Credits
Writer(s): Antara Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link