Shono Shono Shono Sabai

শোনো, শোনো...

শোনো, শোনো, শোনো সবাই
ও শোনো, শোনো, শোনো সবাই
দেশেরই হালচাল
সেই কলিকাল, নেই কলিকাল
বদলেছে দিনকাল
সেই কলিকাল, নেই কলিকাল
বদলেছে দিনকাল

পিতা স্বর্গ, পিতা ধর্ম
পিতা স্বর্গ, পিতা ধর্ম
মানে যে আজকাল
বদলেছে দিনকাল

শোনো, শোনো, শোনো সবাই
ও শোনো, শোনো, শোনো সবাই

আজব খবর, জবর খবর
শিলা ভাসে জলে
চোখ কপালে উঠছে দেখে
বোবাও কথা বলে

আজব খবর, জবর খবর
শিলা ভাসে জলে
চোখ কপালে উঠছে দেখে
বোবাও কথা বলে

কোন জাদুকর কাঠির ছোঁয়ায়
কোন জাদুকর কাঠির ছোঁয়ায়
করল যে বানচাল
বদলেছে দিনকাল
বদলেছে দিনকাল

শোনো, শোনো, শোনো সবাই
শোনো, শোনো, শোনো সবাই

ধিনা-তিনা-তিন, তিনা-তিনা-তিন
ধিনা-তিনা-তিন, তিন
ধিনা-তিনা-তিন, তিনা-তিনা-তিন
ধিনা-তিনা-তিন, তিন
কোন দিকেতে সূর্য ওঠে
পুবে না পশ্চিম?

ধিনা-তিনা-তিন, তিনা-তিনা-তিন
ধিনা-তিনা-তিন, তিন
কোন দিকেতে সূর্য ওঠে
পুবে না পশ্চিম?

সুবোধ ছেলে ভাবছে না তো
সুবোধ ছেলে ভাবছে না তো
বাবাকে জঞ্জাল
বদলেছে দিনকাল
বদলেছে দিনকাল

শোনো, শোনো, শোনো সবাই
শোনো, শোনো, শোনো সবাই
দেশেরই হালচাল
সেই কলিকাল, নেই কলিকাল
বদলেছে দিনকাল
সেই কলিকাল, নেই কলিকাল
বদলেছে দিনকাল

পিতা স্বর্গ, পিতা ধর্ম
পিতা স্বর্গ, পিতা ধর্ম
মানে যে আজকাল
বদলেছে দিনকাল

শোনো, শোনো, শোনো সবাই
ও শোনো, শোনো, শোনো সবাই
শোনো, শোনো, শোনো সবাই



Credits
Writer(s): Antara Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link