Mamo Moner Bijone

মম মনের বিজনে
মম মনের বিজনে
আমি মিলিব
আমি মিলিব তব সনে
জাগরণে যদি পথ নাহি পাও তুমি
আসিয়ো স্বপনে
মম মনের বিজনে
মম মনের বিজনে

আমি যাব না, তব কুঞ্জকুটিরে যাব না
আমি চাব না, তব সাধের মালাটি চাব না
আমি কব না, তোমারে মনের কথাটি কব না
মনোব্যথা রবে মনে

মনের বিজনে
মম মনের বিজনে

এই দুঃখ-পাথারে সুখের ভেলায় ভাসিয়ো
এই ভবের মেলায় প্রমোদ-খেলায় হাসিয়ো
এই দুঃখ-পাথারে সুখের ভেলায় ভাসিয়ো
এই ভবের মেলায় প্রমোদ-খেলায় হাসিয়ো
কণ্টক যদি চরণে লাগে, আসিয়ো
আমি তুলিব সযতনে

মনের বিজনে
আমি মিলিব
আমি মিলিব তব সনে
জাগরণে যদি পথ নাহি পাও তুমি
আসিয়ো স্বপনে
মম মনের বিজনে
মম মনের বিজনে



Credits
Writer(s): Atulprasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link